চীনের কুওমিনটাং পার্টির প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারী বলেছেন, তাইওয়ানের কর্তৃপক্ষ প্রধান জনগত উপেক্ষা করে জাতীয় ঐক্য কমিটি বাতিল করার অপচেষ্টা করছে, জনগণের স্বার্থ বিবেচনা করে না। কুওমিনটাং পার্টি অন্য বিরোধী দলের সঙ্গে মিলিতভাবে বর্তমান সরকারের নেতাদের নিন্দা করার প্রস্তাব পেশ করবেন।
কুওমিনটাং পার্টির প্রতিনিধি লাই শিপাও বলেছেন, জনমত জরীপ অনুযায়ী, ৭০%'র বেশী তাইওয়ানের বাসিন্দা দু'তীরের বর্তমান অবস্থা বজায় রাখতে এবং সার্বিকভাবে অর্থনীতি উন্নয়ন করতে চান। যদি বর্তমান সরকার জাতীয় ঐক্য কমিটি বাতিল করে, তিনি জনসাধারণের প্রতি বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানাবেন।
ছিনমিন পার্টির জনমত প্রতিনিধি লিউ ওয়েনসিয়োং বলেছেন, তাইওয়ানের বর্তমান সরকারের আচরণ অসংগত। তিনি অন্য বিরোধী দলের প্রতি মিলিতভাবে জাতীয় ঐক্য কমিটি বাতিল করার অপ্রচেষ্টা বয়কট করার আহ্বান জানিয়েছেন।
|