v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-24 09:53:05    
২৬ ফেব্রুয়ারী

cri
    ** চীনের পঞ্চম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনের উদ্বোধন

    ১৯৭৮ সালের ২৬ ফেব্রুয়ারী চীনের পঞ্চম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশন পেইচিংয়ে শুরু হয় । অধিবেশনে তত্কালীন প্রধানমন্ত্রী হুয়া কুওফেং সরকারের কাজকর্ম সংক্রান্ত রিপোর্ট দাখিল করেন । "চীন গণ প্রজাতন্ত্রের সংবিধান"আর "সংবিধানের সংশোধন সংক্রান্ত রিপোর্ট", "সরকারের কাজকর্ম সংক্রান্ত রিপোর্ট", নতুন জাতীয় সংগীতের কথা এবং রাষ্ট্রীয় পরিষদ উত্থাপিত "১৯৭৬-১৯৮৫ সালে জাতীয় অর্থনীতি উন্নয়নের ১০ বছরব্যাপী পরিকল্পনার খসড়া" গৃহীত হয় । চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রস্তাব অনুসারে হুয়া কুওফেং প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন, তেং সিয়াওপিং প্রমুখ ১৩ জন উপ-প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন । অধিবেশনে ইয়ে চিয়ানইংকে জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

    **ইসরাইল ইহুদীদের নতুন বস্তি স্থাপনা করে

    ১৯৯৭ সালের ২৬ ফেব্রুয়ারী ইসরাইলের মন্ত্রীসভায় পূর্ব-জেরুজালেমে ইহুদীদের বসতি স্থাপনের পরিকল্পনা গৃহীত হয় । ফিলিস্তিন আর আন্তর্জাতিক সমাজের সেই পরিকল্পনার দৃঢ় বিরোধিতা করে। ৭ মার্চ কয়েক হাজার ফিলিস্তিনী পূর্ব-জেরুজালেমে শান্তির নামাজ পড়ে , ইসরাইলের বিরুদ্ধে সেখানে ইহুদীদের বসতি স্থাপনের জন্যে প্রতিবাদ জানান । ১৩ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের এক প্রস্তাব ইস্রাইলের কাছে পূর্ব-জেরুজালেমে ইহুদীদের বসতি স্থাপনের পরিকল্পনা বাতিল করার তাগিদ দেয়া হয় । ১৮ তারিখে আন্তর্জাতিক সমাজের বিরোধিতা উপেক্ষা করে ইস্রাইলপূর্ব-জেরুসালামে বলপুর্বক ইহুদীদের বসতি স্থাপন করে । জর্দান নদীর পশ্চিম তীর আর গাজা অঞ্চলের ফিলিস্তিনীরা ব্যাপকাকারে প্রতিবাদমূলক তত্পরতা চালান । ইস্রাইল মাদ্রিদ মধ্য-প্রাচ্য শান্তি সম্মেলনে নির্ধারিত নীতি অনুসরণ না করা পর্যন্ত এবং আরব পক্ষের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি কঠোরভাবে কার্যকরী না করা পর্যন্ত,৩০ তারিখে আরব লীগ পরিষদের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে গৃহীত একটি প্রস্তাবে সকল আরব দেশের কাছে ইস্রাইলের সঙ্গে তাদের সম্পর্কের স্বাভাবিকায়ন বন্ধ করার প্রস্তাব করা হয় ।

    **ভিয়েত্নাম যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী হামলা

    ১৯৬৭ সালের ২৬ ফেব্রুয়ারী ভিয়েত্নাম যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের এক সবচেয়ে শক্তিশালী হামলায়, মার্কিন বাহিনী ক্যাম্পচিয়া সীমান্ত এলাকার কাছাকাছি বনাঞ্চলে প্রবেশ করে ভিয়েত্নাম কমিউনিস্ট পার্টির সদরদফতর খুঁজে বের করার চেষ্টা করে। ২৫ হাজারেরও বেশী সৈন্য একসঙ্গে এই অভিযানে অংশগ্রহণ করে । তাদের কর্তব্য ছিল: দক্ষিণ ভিয়েত্নামের সকল বিরোধী ব্যক্তিদের সদরদফতর বিধ্বংস্ত করা ।

    ** মার্কিন প্রেসিডেন্ট রীগানের জন্ম

    ১৯১১ সালের ২৬ ফেব্রুয়ারী রোনাল্ড ওয়েল্সন রীগান যুক্তরাষ্ট্রের ইলিনইস অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন । ১৯৩৭ সালের মে মাসে তিনি হোলিউডে প্রবেশ করে একজন অভিনেতা হন । তিনি মোট ৫০টিরও বেশী সিনেমায় অভিনয় করেন ।১৯৬২ সালে তিনি রিপাবলিকান পার্টিতে যোগান করেন । ১৯৮০ সালে তিনি এই পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী পরিণত হন । ১৯৮১ সালের জানুয়ারী মাসে তিনি মার্কিন প্রেসিডেন্ট হন । ১৯৮৯ সালের জানুয়ারী মাসে তাঁর কার্যমেয়াদ শেষ হয় । ১৯৮৪ সালে তিনি চীন সফর করেন ।

    ** বিশ্ব ব্রিজ ফেডারেশন তেং সিয়াওপিংকে সর্বোচ্চ অনারাধী স্বর্ণপদক দেয়

    ১৯৮৯ সালের ২৬ ফেব্রুয়ারী চীনের ব্রিজ সমিতির অনারারী চেয়ারম্যান তেং সিয়াওপিং বিশ্বের প্রথম ব্যক্তি হয়েছেন, যিনি বিশ্ব ব্রিজ ফেডারেশন দেয়া অনারারী স্বর্ণপদক অর্জন করেছেন ।

    ১৯৮৮ সালের অক্টোবর মাসে বিশ্ব ব্রিজ ফেডারেশন ইতালিতে অনুষ্ঠিত কার্যনির্বাহীকমিটিতে একটি বিশেষ পুরস্কার--অনারারি স্বর্ণপদক স্থাপনের সিদ্ধান্ত নেয় ,যাতে যারা বিশ্বের ব্রিজ আন্দোলনে চমত্কার অবদান রাখেছে, তাদের প্রশংসা করা যায় ।কমিটি সর্বসম্মতভাবে প্রথম স্বর্ণপদক তেং সিয়াওপিংকে দিতে রাজি হয়েছে ।