** চীনের কেন্দ্রীয় সরকার "কৃষি , গ্রামাঞ্চল এবং কৃষক সমস্যা"র ওপর গুরুত্ব দেন
১৯৯৫ সালের ২৪শে ফেব্রুয়ারী গ্রামাঞ্চলের একটি কর্ম সম্মেলনে চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির তত্কালীন সাধারণ সম্পাদক চিয়াং চে মিন জোর দিয়ে বলেছেন, সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির উন্নয়নের পরিস্থতিতে কৃষি, গ্রামাঞ্চল এবং কৃষক সমস্যার সঠিক মোকাবেলা করতে হবে।সমগ্র পাটিকে অতীতের যে কোনো সময়ের চাইতে এই তিনটি সমস্যার ওপর আরো গুরুত্ব দিতে হবে।তখন থেকে, চীনে প্রত্যেক বছরে চীনের শীর্ষ সম্মেলনে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়।
** ছুয়ে ছিউপাই গ্রেফতার হন ,হো শুহেং নিহত হন
১৯২২ সালে ছুয়ে ছিউপাই চীনের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন । "৭ আগস্ট "সম্মেলনের পর তিনি চীনের কমিউনিস্ট পার্টির অস্থায়ী কেন্দ্রীয় পুলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচিতহন । ১৯৩৪ সালের ফেব্রুয়ারী মাসে তিনি নিখিল চীন সোভিয়েট প্রজাতন্ত্রের কেন্দ্রীয় সরকারের শিক্ষা বিষয়ক গণ সদস্যের দায়িত্ব পালন করেন । হো শুহেং ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৩১ সালে কেন্দ্রীয় বিপ্লবী ঘাঁটি এলাকায় পৌঁছার পর তিনি নিখিল চীন সোভিয়েট প্রজাতন্ত্রের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন, কেন্দ্রীয় সরকারের শিল্প ও কৃষি পরিদর্শনমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অস্থায়ী মন্ত্রী আর কেন্দ্রীয় সরকারের অস্থায়ী আদালতের প্রধানের দায়িত্ব পালন করেন ।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি বিপ্লবী ঘাঁটি এলাকা থেকে সরে যাওয়ার পর , ছুয়ে ছিউপাই আর হো শুহেং অব্যাহতভাবে সেখানে থেকে সংগ্রাম চালান । ১৯৩৫ সালের ২৪ ফেব্রুয়ারী তাঁরা ফুচিয়ান প্রদেশের ছিয়াং থিং জেলায় শত্রুদের সশস্ত্র বাহিনীর পরিবেষ্টনে আটকে পড়ে । সংঘর্ষে হো শুহেং বীরত্বের সঙ্গে নিহত হন এবং ছুয়ে ছিউপাই গ্রেফতার হন ।
** ইরাকী বাহিনীর ওপর বহু জাতিক বাহিনীর হামলা শুরু
স্থানীয় সময় ১৯৯১ সালের ২৪ ফেব্রুয়ারী ভোর ৪ টায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহু জাতিক বাহিনী চারটি গ্রুপে বিভক্ত হয়ে স্থল থেকে কুয়েত ও ইরাকের ভুখন্ডের ওপর ব্যাপক হামলা চালায় । ২৬ ফেব্রুয়ারী দুপুরে ইরাকের তত্কালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েত থেকে ইরাকী বাহিনী সরিয়ে নেয়ার কথা ঘোষণা করেন । একই দিন সন্ধ্যা ছয়টায় বাগদাদ বেতারে বলা হয় , ইরাক সরকার বিনাশর্তে নিরাপত্তা পরিষদের ১২টি প্রস্তাব গ্রহণ করতে রাজি হয়েছে । ২৭ তারিখের সন্ধ্যা ৯টায়, মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ টেলিভিশন ভাষণে বহু জাতিক বাহিনী গ্রীনিচ সময় ২৮ তারিখের ৫টায় যুদ্ধবিরতি পালন করবে । ৪২দিনব্যাপী উপসাগরীয় যুদ্ধের অবসান হয়, ৭ মাস ধরে দখলকৃত হওয়ার পর অবশেষে কুয়েতের স্বাধীনতা পুনপ্রতিষ্ঠিতহয় ।
** কাঠমন্ডুতে নেপালের রাজা বিরেন্দ্রের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারী নেপালের রাজা ও রানী রাজধানী কাঠমন্ডুতেঅভিষেক অনুষ্ঠানের আয়োজন করেন । তিনি ছিলেন পৃথিবীতে একমাত্র হিন্দু ধর্মাবলম্বী রাজা ।
** আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে পেরন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ১৯৪৬ সালের ২৪ ফেব্রুয়ারী পেরন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ।
১৯৪৩ সালে তিনি "যুক্ত সৈন্য গ্রুপে" অংশগ্রহণ করেন এবং রাজনৈতিক অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা লাভ করেন । ১৯৫৫ সালে আর্জেন্টিনায় এক সামরিক অভ্যুত্থানে পেরন সরকারের পতন ঘটে । তিনি বিদেশে আশ্রয় নেন । ১৯৭৩ সালে তিনি স্বদেশে ফিরে আসেন এবং আবার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন ।
** ইথিওপিয়া ও সোমালিয়ার সীমান্ত সংঘর্ষের অবসান
১৯৭৮ সালের ২৪ ফেব্রুয়ারী ইথিওপিয়া ও সোমালিয়ার সীমান্ত সংঘর্ষের অবসান ঘটে । সংঘর্ষে ইথিওপিয়া ও সোমালিয়া উভয়ই বিরাট সংখ্যক সৈন্য ব্যবহার করে । ইথিওপিয়া কিউবার উপদেষ্টাকেও আমন্ত্রণ করে । প্রথম দিকে সোমালীয় বাহিনী বিতর্কিত সীমান্ত এলাকা দখল করে , কিন্তু পরে ইথিওপিয়ার বাহিনী কিউবার উপদেষ্টার প্রশিক্ষণ পেয়ে সোমালীয় পক্ষকে ব্যর্থ করে দেয় । ১৯৭৮ সালের শুরুতে সোমালীয় পক্ষ স্বীকার করে যে, যুদ্ধে সোমালিয়ার প্রায় ৪০ হাজার সৈনিক নিহত হন । ২৪ ফেব্রুয়ারী সোমালীয় বাহিনী আগের সীমান্তে সরে যায়, সঙ্গে সঙ্গে যুদ্ধের অবসান ঘটে ।
|