চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ২৩ ফেব্রুয়ারী পেইচিংয়ে একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন , চীন-জাপান পূর্ব সাগর সম্পর্কিত চতুর্থ দফা বৈঠক মার্চ মাসের প্রথম দিকে পেইচিংয়ে অনুষ্ঠিত হবে ।
জাপানের অর্থনীতি ও শিল্প মন্ত্রী তোশিহিরো নিকাইয়ের চীন সফরের সুফল প্রসংগে লিউ চিয়েন ছাও বলেছেন , উভয় পক্ষ আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে তাত্পর্যসম্পন্ন মতৈক্যে পৌঁছেছে । তা ছাড়া চীন পক্ষও তার কাছে এই কথা জোরালোভাবে উল্লেখ করেছেন যে , সুষ্ঠুভাবে বিদ্যমান ঐতিহাসিক সমস্যা নিষ্পত্তি করা দুদেশের সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভিত্তি ।
|