চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ২৩ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন , তাইওয়ান প্রণালীর স্থিতিশীলতা সংরক্ষণ করা চীন ও অন্যান্য দেশের স্বার্থের সংগে সংগতিপূর্ণ ।
তিনি বলেছেন , সম্প্রতি স্বাধীন তাইওয়ান প্রয়াসী শক্তি যে তত্পরতা চালিয়েছে আর যে মতাধিষ্ঠান উপস্থাপন করেছে , তা বিপদজনক সংকেত । চীন আশা করে যে , অন্যান্য দেশ স্বাধীন তাইওয়ান প্রয়াসী শক্তির বিপদজনক তত্পরতার ওপর সতর্কতা বাড়িয়ে সম্মিলিতভাবে তাইওয়ান প্রণালীর স্থিতিশীলতা সংরক্ষণ করবে ।
সম্প্রতি তাইওয়ান কর্তৃপক্ষের নেতৃবৃন্দ ২০০০ সাল থেকে তার বহুবার প্রতিশ্রুতি উপেক্ষা করে তথাকথিত দেশের একীকরণ সমিতি আর দেশের একীকরণ কার্যক্রম বর্জন করা হবে বলে বারংবার ঘোষণা করেছেন এবং তথাকথিত একীকরণ বর্জন কর্মসূচি প্রণয়ন করতে শুরু করেছেন । এটা স্বাধীন তাইওয়ান প্রয়াসী শক্তির বিচ্ছিন্নতাবাদী তত্পরতার আরো বিস্তৃতি হওয়ার বিপদজনক সংকেতে পরিণত হয়েছে ।
|