ইরাকের শিয়া সম্প্রদায়ের ধর্মীয় পবিত্র স্থান আলি-হাদি মসজিদে ২২ ফেব্রুয়ারী এক বিস্ফোরণ ঘটনা ঘটেছে, ফলে এই মসজিদের সোনালী ছাদ গুরুতরভাবে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক সমাজে তীব্র প্রতিক্রিয়ারসঞ্চার করেছে।
ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি উল্লেখ করেছেন, আক্রমণকারী এই ঘটনা কাজে লাগিয়ে ধর্মীয় সংঘর্ষ ঘটানোর অপচেষ্টা করেছে। ইরাক সরকার শিয়া সম্প্রদায়ের পবিত্র মাজার মেরামতের জন্য অর্থ বরাদ্দ করবে। ইরাকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী জাফারি ঘোষণা করেছেন, ইরাক এর জন্য দেশব্যাপী তিন দিন শোক পালন করবে।
শিয়া-মুসলমানের আধ্যাত্মিক নেতা আলি আল-সিস্তানি জনসাধারণের উদ্দেশ্যে শান্তিপূর্ণ উপায়ে এই অপরাধের নিন্দা করার আহ্বান জানিয়েছেন। সুন্নি সম্প্রদায়ের ধর্মীয় দলের মুসলিম প্রবীন ইমাম এসোসিয়েশনের মুখপাত্র আল-খুবেইসি এই বিস্ফোরণ ঘটনার তীব্র ভাষায় নিন্দা করার সঙ্গে সঙ্গে উল্লেখ করেছেন যে, বিদেশী দখলদার বাহিনীর এই ঘটনার দায়িত্ব বহন করা উচিত।
জাতিসংঘের মহাসচিব কফি আনান, মার্কিন প্রেসিডেন্ট বুশ, বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্রএকই দিনে আলাদা আলাদাভাবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং ইরাকের জনগণকে পরিস্থিতি আরো অবনতি এড়ানো জন্য সংযম অবলম্বন করার আহ্বান জানিয়েছেন।
|