চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ২৩ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন, চীন অর্থনৈতিক ক্ষেত্রে ফিলিস্তিনকে দেয়া সাহায্য বন্ধ করবে না।
সম্প্রতি ফিলিস্তিনের নতুন সরকার নির্বাচিত হওয়ার পর কিছু দেশ ফিলিস্তিনকে দেয়া সাহায্য বন্ধ করার মত প্রকাশ করেছে। লিউ চিয়া ছাও বলেছেন, এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সমাজ ফিলিস্তিনিদের জীবনযাপনের কঠিন অবস্থার আরো অবনতি ঘটানোর ব্যবস্থা নেয়া উচিত নয়। চীন ফিলিস্তিনকে যথাসাধ্য সাহায্য করবে। যদি ফিলিস্তিন চীনের কাছে সংশ্লিষ্ট সাহায্যের অনুরোধ করে, চীন তা ভালোভাবে বিবেচনা করবে।
লিউ চিয়া ছাও আরো বলেছেন, চীন আশা করে, ফিলিস্তিনের নতুন সরকার ফিলিস্তিনীদের মৌলিক স্বার্থ বিবেচনা করে মধ্য প্রাচ্যের শান্তি প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাবে।
|