সর্বশেষ গবেষণা ফলাফল থেকে জানা গেছে, চীনের বয়োবৃদ্ধির গতি দ্রুততর হয়েছে। ২০৫০ সাল পর্যন্ত চীনের বয়স্ক লোকসংখ্যা ৪০ কোটির বেশি হবে। জনসংখ্যার বয়োবৃদ্ধি সমস্যার চীন সরকার উচ্চ মনোযোগ দিয়েছে এবং এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সক্রিয়ভাবে ব্যবস্থা নিচ্ছে।
২৩ ফেব্রুয়ারী চীনের জাতীয় বয়োবৃদ্ধি কার্য কমিটি সূত্রে জানা গেছে, একই দিনে এই কমিটির প্রকাশিত "চীনের বয়োবৃদ্ধির প্রবণতা সংক্রান্ত গবেষণা রিপোর্টে" বলা হয়েছে, একুশে শতাব্দীতে চীন একটি অপ্রতিরোধ্য বয়োবৃদ্ধির সমাজ হবে। বয়োবৃদ্ধি চীনের অর্থনীতি, সমাজ, রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে গভীর প্রভাব ফেলবে।
বয়োবৃদ্ধি কমিটির সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, বয়োবৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলার জন্য চীন শহরাঞ্চলে মৌলিক অবসর বীমা, চিকিত্সা বীমা এবং নিম্নতম জীবনযাত্রার নিশ্চয়তা বিধান ব্যবস্থা কার্যকরী করবে। গ্রামাঞ্চলে সক্রিয়ভাবে স্থানীয় বৈশিষ্ট্যের সাথে খাপ খাওয়া অবসর নিশ্চয়তা এবং নিম্নতম জীবনযাত্রার নিশ্চয়তা বিধান ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। দরিদ্র বৃদ্ধবৃদ্ধাদের সাহায্যদানের মাত্রা জোরদার করবে, সামাজিক পুঁজি এবং বিদেশী পুঁজি দিয়ে বৃদ্ধবৃদ্ধাদের পরিসেবা ব্যবস্থা গড়ে তোলতে উত্সাহ দেবে।
|