২৩ ফেব্রুয়ারী চীনের উপ প্রধানমন্ত্রী উ ই পেইচিংয়ে বলেছেন, মেধা-স্বত্ব সংরক্ষণ ত্বরান্বিত এবং আরো ভাল পুঁজি বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করার জন্য চীন আরো কার্যকর ব্যবস্থা নেবে।
একই দিন একটি মেধা-স্বত্ব সংশ্লিষ্ট সম্মেলনে তিনি বলেছেন, চীনে আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সংগতিপূর্ণ, পুর্নাংগ মেধা-স্বত্ব সংরক্ষণ আইন ব্যবস্থা গঠিত হয়েছে। ভবিষ্যতে চীন অব্যাহতভাবে মেধা-স্বত্ব সংরক্ষণের বিশেষ তত্পরতা চালাবে। তাছাড়া, চীন মেধা-স্বত্ব সংরক্ষণ পরিসেবা ব্যবস্থা প্রতিষ্ঠা দ্রুততর করবে। ফলে দেশের ১৫০ টি শহরে অভিযোগ কেন্দ্র প্রতিষ্ঠিত হবে। সমাজের সকল পক্ষকে সমন্বয় করে মেধা-স্বত্ব সংরক্ষণ জোরদার করবে।
|