v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-23 15:08:50    
ইউরোপ একীকরণ প্রক্রিয়া ও ই ইউ'র সম্প্রসারণ

cri

    গত অর্ধেক শতাব্দীতে, ই ইউ পাঁচ বার সম্প্রসারিত হয়েছে। তাতে ই ইউ'র সদস্যদেশের সংখ্যা ছয়টি সদস্য দেশ থেকে বেড়ে আজ ২৫টিতে দাঁড়িয়েছে। এর সঙ্গে সঙ্গে ই ইউ একটি নিছক অর্থনৈতিক একীকরণ সংস্থা থেকে একটি রাজনৈতিক, কূটনৈতিক, প্রতিরক্ষা ইত্যাদি বহুক্ষেত্রে ঐক্যবদ্ধ রাষ্ট্র গোষ্ঠিতে পরিণত হয়েছে।

    ই ইউ সম্প্রসারণের পরও কার্যকরভাবে কাজ চালানোর জন্যে, ই ইউ'র সদস্য দেশগুলো একমত হয়েছে যে, একটি নতুন ই ইউ সংবিধান প্রণয়ন করা প্রয়োজন, যাতে ইউরোপের একীকরণ প্রক্রিয়ার সাফল্যজনক পরিচালনা সুনিশ্চিত করা যায়। ২০০৪ সালের অক্টবর, ই ইউ'র ২৫টি সদস্য দেশের নেতারা রোমে "ই ইউ সংবিধান চুক্তি" স্বাক্ষর করেছেন। সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী, "ই ইউ সংবিধান চুক্তি" সকল সদস্য দেশের অনুমোদন পাওয়ার পর, ২০০৬ সালের পয়লা নভেম্বর কার্যকর হবে।

    ই ইউ'র সদস্য দেশগুলোর মধ্যে স্পেন প্রথমে সাধারণ গণভোটের মাধ্যমে "ই ইউ সংবিধান চুক্তি গ্রহণ করেছে। কিন্তু গত বছরের ২৯ মে, ফ্রান্সের "ই ইউ সংবিধান চুক্তি" সংক্রান্ত সাধারণ গণভোটে, প্রায় ৫৫% ভোট তার বিপক্ষে পড়েছে। পয়লা জুন হোল্যান্ডের "ই ইউ'র সংবিধান চুক্তি" সংক্রান্ত সাধারণ গণভোটেও বেশির ভাগ ভোট পেড়েছে তার বিরুদ্ধে। এর পরে, ৬ জুন ব্রিটেন সরকার ২০০৬ সালের প্রথম দিকে অনুষ্ঠিতব্য "ই ইউ'র সংবিধান চুক্তি" সংক্রান্ত সাধারণ গণভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গে সঙ্গে পোল্যান্ড, চ চেক প্রভৃতি সদস্য দেশগুলোতে ই ইউ সংবিধানের ওপর সমর্থনের হার আরও কমেছে কমাছে, সেজন্যে ই ইউ একীকরণ প্রক্রিয়া গুরুতরভাবে বাধা গ্রস্ত হচ্ছে।

    গত ১৬ জুলাই, ই ইউ'র শীর্ষ সম্মেলন ব্রাসেলসে অনুষ্ঠিত হয়েছে, ২৫টি সদস্য দেশের নেতারা সর্বসম্পতিক্রমে, "ই ইউ'র সংবিধান চুক্তি"র অনুমোদনের সর্বশেষ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর পর, ডেনমার্ক, পোর্টুগাল ও আয়ার্ল্যান্ড ইত্যাদি দেশ পূর্বরূপিত সাধারণ গণভোট কর্মসূচি স্থগিত রেখেছে। বর্তমানে, ই ইউ'র ২৫টি সদস্য দেশের মধ্যে ১৩টি দেশ "ই ইউ'র সংবিধান চুক্তি" অনুমোদন করেছে, এবং দুটি দেশ প্রত্যাখ্যান করেছে।

    যদিও সংবিধান চুক্তির অনুমোদন বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু ই ইউ'র সম্প্রসারণের প্রক্রিয়া অব্যাহতভাবে চলছে। গত ২৫ এপ্রিল, বুলগেরিয়া আর রোমানিয়া লুক্সেমবার্গে ই ইউয়ে যোগ দেয়া সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে, তারা ২০০৭ সালের পয়লা জানুয়ারী আনুষ্ঠানিকভাবে ই ইউ'র সদস্য দেশ হবে।

    গত বছরের ৪ অক্টবর, ই ইউ তুরস্ক ও ক্রয়েশিয়ার সঙ্গে ই ইউয়ে তাদের যোগ দেয়ার আলোচনা শুরু করেছে, অক্টবর এবং নভেম্বর মাসে ই ইউ আলাদা আলাদাভাবে সার্বিয়া আর মোনটেনেগ্রো ও বোস্নিয়া আর হের্জেগোভিনার সঙ্গে আনুষ্ঠানিকভাবে "স্থিতিশীলতা আর যোগাযোগ চুক্তি" স্বাক্ষর সংক্রান্ত আলোচনা শুরু করেছে, এটা এ দু'দেশের ই ইউয়ে যোগ দেয়ার দিকে এগিয়ে যাওয়ার একটি বাস্তব পদক্ষেপের নিদর্শন।