হে সি আর আই সংগিতমালা
তোমি আছ মিষ্টি রুদের সৌরডে
তোমি আছ কাশ ফলের ছায়ায় ছায়ায়
তোমি আছ আকা বাকা পল্লি পথের
রাখালীয়ার সূরে সূরে
তোমি আছ সমুদ্রের উত্তাল তরঙ্গে
তোমি আছ আকাশে উড়ে যাওয়া
এক ঝাক পাখির মেলায়
তোমি আছ আমার হৃদয়ের কে আছে
প্রতিক্ষণ প্রতি মূহুর্তে
জিবনের প্রতিটি ভাবনায় ।
---বাংলাদেশের সিলেট জেলার নয়াগ্রামের মোঃ ফখর উদ্দিন(সবুজ)
|