v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-23 09:49:53    
২৩ ফেব্রুয়ারী

cri
    ** চীনের কমিউনিস্ট পার্টির একাদশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত

    ১৯৮০ সালের ২৩ ফেব্রুয়ারী চীনের কমিউনিস্ট পার্টির একাদশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন পেইচিংয়ে শুরু হয় এবং ২৯ ফেব্রুয়ারী সমাপ্ত    হয় । অধিবেশনে নির্দিষ্ট সময়ের আগে চীনের কমিউনিস্ট পার্টির দ্বাদশ জাতীয় কংগ্রেস অনুষ্ঠানের সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়, পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে হু ইয়াওবাং ও চাও জিইয়াংকে নির্বাচন করা হয় , কেন্দ্রীয় সম্পাদক মন্ডলী স্থাপন করা হয় এবং হু ইয়াওবাং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ।

    ** বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিষ্ঠিত

    বিশ্ব আবহাওয়া সংস্থার আগের নাম ছিল আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা । এটি ছিল ১৮৭৩ সালের প্রথম আন্তর্জাতিক আবহাওয়া সম্মেলনে স্থাপিত একটি বেসরকারি সংস্থা । ১৯৪৭ সালে ওয়াশিংটেনে অনুষ্ঠিত এক সম্মেলনে ৪৫টি দেশ ও ৩০টি অঞ্চলের আবহাওয়া সংস্থার দায়িত্বশীল ব্যক্তিরা অংশ নিয়েছিলেন । সম্মেলনে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাকে সরকারী সংস্থা---বিশ্ব আবহাওয়া সংস্থায় পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয় এবং "বিশ্ব আবহাওয়া সংস্থার চুক্তি" গৃহীত হয় । ১৯৫০ সালে "বিশ্ব আবহাওয়া সংস্থার চুক্তি" আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এবং এটা বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিষ্ঠার স্বাক্ষর হন করে ।

     ১৯৫১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত একটি প্রস্তাবে বিশ্ব আবহাওয়া সংস্থাকে জাতিসংঘের একটি বিশেষ সংস্থা হিসাব অন্তর্ভুক্তকরা হয় ।

    ১৯৬০ সালে বিশ্ব আবহাওয়া সংস্থা "২৩ মার্চকে" "বিশ্ব আবহাওয়া দিবস" হিসেবে নির্ধারণ করে এবং বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্যদেশগুলোর কাছে নানা ধরণের উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা আর প্রত্যেক বছরের বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে একটি প্রধান বিষয় নিয়ে আলোচনা করার অনুরোধ জানায় ।

    ১৯৯০ সালের ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষে, সদরদফতর জেনিভায় একটি বিশেষ স্মারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিষ্ঠার পর গত ৪৫ বছরে এর সদস্যদেশ ১৬০টিরও বেশী হয়েছে এবং অনেক ক্ষেত্রে বেশ কিছু সাফল্য পাওয়া গেছে ।

    বিশ্ব আবহাওয়া সংস্থা সারা পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষতি কমানোর ক্ষেত্রে বিরাট অবদান করেছে ।

    **জাহাজ নির্মাতা ফুল্টনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের অধিবাসী ফুল্টন , বিশ্বের প্রথমজাহাজ আবিষ্কার এবং নির্মাণ করেন । ১৭৬৫ সালে তিনি পিনসিল্ভানিয়া অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন । ছোটবেলায় তিনি তাঁর পিতা হারান । পরিবারিক দারিদ্র্যের দরুণ তিনি ৯ বছর বয়সে লেখাপড়া শুরু করেন । ২২ বছর বয়সে তিনি ফিলাডেলফিয়ায় গিয়ে বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক ওয়াটের সঙ্গে তাঁর পরিচয় ঘটে ।

    জীবনে ফুল্টনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল জাহাজের নির্মাণ । তাঁর আগে অনেক বিজ্ঞানী বাষ্পীয় ইঞ্জিনের জাহাজ নির্মাণের চেষ্টা করেছেন ,কিন্তু সফলকাম হন নি । ১৮০৩ সালে তিনি ফ্রান্সের প্যারিসে প্রথম জাহাজ তৈরী করেন । সেনে নদীতে চলার সময়ে সেই জাহাজ ঝড় তুফানে পড়ে বিধ্বংস্ত হয় । ১৮০৬ সালে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং নতুন জাহাজ নির্মাণের কাজ আবার শুরু করেন । ১৮০৭ সালে তিনি নিউইয়োকে একটি নতুন জাহাজ নির্মাণ করেন । এর গতি প্রত্যেক ঘন্টায় ৪ কিলোমিটার। তিনি প্রথমবারের মতো সাফল্য অর্জন করেন ।

    ১৮১৫ সালের ২৩ ফেব্রুয়ারী ফুল্টন মৃত্যুবরণ করেন । তাঁর জীবনে জাহাজ আবিষ্কার করারছাড়া, তিনি স্বহস্তে ১৭টি জাহাজ নির্মাণের কাজ সম্পন্ন করেন এবং মানবজাতির নৌ চলাচলের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেন।

    ** আন্তর্জাতিক শীত্কালীন ওলিম্পিক গেমসে চীনের প্রথম পদক লাভ

    ১৯৯২ সালের ২৩শে ফেব্রুয়ারী ১৬তম শীত্কালীন ওলিম্পিক গেমস ১৬ দিন চলার পর ফ্রান্সে সমাপ্ত হয়। এবার শীত্কালীণ গেমসে চীনের নারী ক্রীড়াবিদ ই ছাও পো দুটো রৌপ্যপদক অর্জন করেছেন, চীনের আরেক জন ক্রীড়াবিদ লি ইয়েন একটি রৌপপদক অর্জন করেছেন। আন্তর্জাতিক শীত্কালীন ওলিম্পিক গেমসে এটাই ছিল চীনের প্রথম পদক।