শ্রীলংকার সরকার আর তামিল টাইগার সংস্থার প্রতিনিধিরা ২২ ফেব্রুয়ারী সুইজারল্যান্ডের জেনিভায় প্রত্যক্ষ বৈঠক করেছেন । ২০০২ সালে স্বাক্ষরিত যুদ্ধ বিরতি চুক্তি যে কেমন করে ভালভাবে কার্যকরী করা হবে , সে সম্বন্ধে বৈঠকে আলোচনা করা হয়েছে । গত তিন বছর ধরে এটা হচ্ছে দুপক্ষের প্রথম শীর্ষ প্রত্যক্ষ বৈঠক ।
খবরে প্রকাশ , এবারকার রুদ্ধদ্বার বৈঠক ২৩ ফেব্রুয়ারী শেষ হওয়ার কথা । দুপক্ষের প্রতিনিধি দল যার যার ৭জন সদস্য নিয়ে গঠন করা হয় । শ্রীলংকার স্বাস্থ্য রক্ষা ও পুষ্টি মন্ত্রী আর সরকারী মুখপাত্র দে সিলভা শ্রীলংকার সরকারী প্রতিনিধি দলের নেতৃত্ব করছেন । টাইগার সংস্থার প্রতিনিধি দলের নেতা হচ্ছেন এই সংস্থার প্রধান আলোচনা প্রতিনিধি বালাসিংঘাম ।
|