২২ ফেব্রুয়ারী দক্ষিণ কোরীয় পররাষ্ট্র আর বাণিজ্য মন্ত্রনালয় একটি বিবৃতি দিয়েছে । জাপানের শিমানে-কেন জেলায় ২২ ফেব্রুয়ারীকে 'তাকেশিমা দিবস' বলে যে ধার্য করা হয়েছে আর এই উপলক্ষে যে উদযাপনী তত্পরতার আয়োজন করা হয়েছে , বিবৃতিতে তার তীব্র নিন্দা করা হয়েছে ।
বিবৃতিতে আরো বলা হয়েছে , দক্ষিণ কোরিয়ার ভূভাগ ডোকডো দ্বীপের সার্বভৌমত্ব লংঘন করার কোনো অপচেষ্টা চালানো হলে দক্ষিণ কোরীয় সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে ।
ডোকডো দ্বীপ কোরিয়ার পূর্ব সাগরে অবস্থিত । দক্ষিণ কোরিয়া আর জাপান উভয় পক্ষ এই দ্বীপের সার্বভৌমত্বের অধিকারী বলে ঘোষণা করেছে । গত বছরের ১৬ মার্চ জাপানের শিমানে-কেন জেলা সংসদে ' তাকেশিমা দিবস' বিষয়ক রীতিপ্রথা অনুমোদন করে ২২ ফেব্রুয়ারীকে তাকেশিমা দিবস বলে ধার্য করা হয়েছে । এতে দক্ষিণ কোরীয় সরকার তীব্র নিন্দা করেছে ।
|