২২ ফেব্রুয়ারী হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের অর্থ বিভাগের প্রধান থাং ইং নিয়েন বলেছেন, চলতি বছর হংকংয়ের মোট উত্পাদন মূল্য ৪ শতাংশ থেকে ৫ শতাংশ বৃদ্ধি পাবে। গত ১০ বছরের বৃদ্ধি হারের চেয়ে তা একটু বেশী।
হংকং আইন পরিষদে নতুন বার্ষিক অর্থ বাজেট পেশ করার সময় থাং ইং নিয়েন এ কথা বলেছেন। তিনি বলেন, অর্থনীতি উন্নয়নের সঙ্গে সঙ্গে ২০০৬ সালে হংকংয়ের কর্মসংস্থান পরিস্থিতি অব্যাহতভাবে উন্নত করতে হবে। মূদ্রাস্ফীতি স্থিতিশীল হবে। হঠাত্ গুরুতর ব্যাপার না ঘটলে বা বহিরাগত প্রভাব না পড়লে চলতি বছর হংকংয়ের অর্থনীতি স্থিতিশীল থাকবে।
|