চীনের ব্যাঙ্কিং খাত তত্ত্বাবধান পরিচালনা কমিটির চেয়ারম্যান লিউ মিং কাং সম্প্রতি বলেছেন, চীন গ্রামীণ ঋণদানকারী সংস্থার সংস্কার গভীরতর করবে, ৫ থেকে দশ বছর সময় দিয়ে ক্রমে ক্রমে গ্রামীণ ক্রেডিট এসোসিয়েশনগুলোকে বৈশিষ্ট্যসম্পন্ন সামাজিক গ্রামীণ ব্যাঙ্কিং সংস্থা রূপান্তরকরবে।
লিউ মিং কাং বলেছেন, এখন গ্রামের আর্থিক সেবা উন্নয়ন করা খুব জরুরী কাজ হয়েছে। ব্যাঙ্কিং খাত তত্ত্বাবধানপরিচালনা কমিটি গ্রামের সহযোগিতামূলক আর্থিক সংস্থার ঝুঁকি নিয়ে সার্বিক পরীক্ষা করবে, গ্রামীণ ঋণদানকারী সংস্থার ঝুঁকির গোটা অবস্থা জেনে নেবে, গ্রামীণ ঋণদানকারী সংস্থার সংস্কার গভীরতর করার জন্য ভালোভাবে ভিত্তি স্থাপন করবে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের গ্রামাঞ্চলে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাঙ্কের শাখা অফিসের সংখ্যা কমানো সহ নানা কারণে কৃষকদের ঋণদান সমস্যা দিন দিন গুরুতর হয়েছে। সে জন্য চীন সরকার জেলায় নানান রকম মালিকানাধীন সামাজিক আর্থিক সংস্থা প্রতিষ্ঠা করায় উত্সাহ দিয়েছে এবং ব্যক্তিগত পুঁজি বা বিদেশী পুঁজি শেয়ার করার অনুমোদনও দিয়েছে।
|