নরওয়ের সরকার ২১ ফেব্রুয়ারী সুইডেনের নাগরিক উলফ হেনরিক্সোনকে শ্রীলংকার যুদ্ধবিরতি চুক্তি তত্ত্বাবধান কমিটির নতুন চেয়ারম্যান নিয়োগ করার ঘোষণা করেছে। তিনি ১ এপ্রিল দায়িত্ব গ্রহণ করবেন।
একইদিনে শ্রীলংকাস্থ নরওয়ের দূতাবাস একটি বিবৃতিতে প্রকাশ করেছে যে, নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় শ্রীলংকার যুদ্ধবিরতি চুক্তির দু'পক্ষের মধ্যে পরামর্শ করার পর এই কথা বলেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ,শান্তি দূত এরিক সোলহেইম এই সিদ্ধান্ত নিয়ে সন্তোষ বোধ করেছেন।
|