বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২১ ফেব্রুয়ারী জেনিভায় উল্লেখ করেছে , যদিও সম্প্রতি এইচ ৫ এন ১ বার্ড ফ্লুর ভাইরাস বহু দেশে ছড়িয়েছে, তবে হাঁস-মুরর্গীর কাছ থেকে মানুষের এই ভাইরাস সংক্রমণ হওয়া খুবই বিরল ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার ওয়েবসাইটে প্রকাশিত এক ইস্তাহারে উল্লেখ করেছে , এখনো মানুষের মধ্যে বার্ড ফ্লুর ভাইরাস সংক্রমণ হওয়ার সামর্থ্য আছে বলে এমন কোন প্রমাণ পায় নি। আজ পর্যন্ত বার্ড ফ্লু রোগীরা সবই এই ভাইরাসবাহী হাঁস-মুরর্গীর কাছে ছিলো বলে সংক্রমণ হয়েছে। বিশেষজ্ঞরা এখনো জানেন না, কি বিশেষ অবস্থায় এইচ ৫ এন ১ ভাইরাস মানুষে সংক্রমিত হয়।
সম্প্রতি অধিকরত দেশে অতিথি পাখি বার্ড ফ্লু সংক্রমন ঘটিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং মনে করে এভাবে মানুষে বার্ড ফ্লু সংক্রমণ হওয়ার সম্ভাবনা কিছুটা বেড়েছে।
|