চীনের কেন্দ্রীয় আর্থিক নেতৃ গ্রুপ কার্যালয়ের উপ-পরিচালক চেন সি ওয়েন ২২ ফেব্রুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত তথ্যজ্ঞাপন সভায় জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের খাদ্যশস্যের উত্পাদন পরিমাণ স্পষ্টভাবে বেড়েছে। গত বছরের খাদ্যশস্যের মোট উত্পাদন পরিমাণ ৪৮.৪ কোটি টনে দাঁড়িয়েছে, ২০০৩ সালের চেয়ে ৫ কোটি টন বেশি।
তিনি বলেছেন, যদিও গত বছরে খাদ্যশস্যের উত্পাদন পরিমাণ বাড়ার মাত্রা স্পষ্ট, তবে চীনের ইতিহাসে সর্বোচ্চ উত্পাদনের সময় ১৯৯৮ সালের চেয়ে তা ২.৮ কোটি টন কম। এ পরিমাণ খাদ্যশস্য চীনের চাহিদা মেটাতে পারে না, তাই আমদানি আরো বাড়াতে হবে। এজন্য ভবিষ্যতে চীনের খাদ্যশস্যের উত্পাদন আরো বিকশিত করতে হবে, গ্রামের বুনিয়াদী ব্যবস্থার নির্মাণকাজ আরো ভালোভাবে করতে হবে, কৃষি খাতের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ত্বরান্বিত করতে হবে।
|