এয়ারবাসের চীনা কোম্পানির সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি সম্প্রতি বলেছেন, এই বছরে এয়ারবাস চীনকে প্রায় ৮০টি বিমান দেবে। তার মানে এয়ারবাসের বিশ্বময় বিক্রীত পাঁচটি বিমানের মধ্যে একটি চীনের এয়ার লাইন্স কোম্পানি কেনে।
১৯৮৫ সালে চীনের বাজারে প্রবেশের পর থেকে, চীনে এয়ারবাসের পরিসেবা অব্যাহতভাবে উন্নত হচ্ছে। বর্তমানে এয়ারবাসের বিমান হচ্ছে চীনের বেসামরিক যাত্রীবাহী বিমান বাজরের এক-তৃতীয়াংশ।
এয়ারবাস হচ্ছে ফরাসী, জার্মান, স্পেনীশ ও বৃটিশ কোম্পানির সমন্বয়ে গঠিত একটি ইউরোপীয় গোষ্ঠী কোম্পানি। তা হচ্ছে বিশ্বের বিখ্যাত বিরাটাকারের বেসামরিক বিমান নির্মাতা।
|