ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিটির উপ সচিব আলি হোসেইনিতাশ ২১ ফেব্রুয়ারী মস্কোয় বলেছেন, রাশিয়ায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্যে যৌথ শিল্পখাত প্রতিষ্ঠা সম্পর্কিত সমস্যায় ইরান এবং রাশিয়ার মতৈক্য হওয়ার সম্ভাবনা আছে।
ইরান রাশিয়ার সঙ্গে ২০ ফেব্রুয়ারী মস্কোয়পরমাণু সমস্যা নিয়ে দু'দিন ব্যাপী বৈঠক করেছে। হোসেইনিতাশ ২১ ফেব্রুয়ারী বৈঠকের পর তথ্যমাধ্যমের কাছে বলেছেন, এবারকার বৈঠক হচ্ছে সক্রিয় ও গঠনমূলক। দু'পক্ষ রাশিয়ার দেয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যৌথ শিল্পখাত প্রতিষ্ঠার প্রস্তাবের মৌলিক কাঠামো ও নীতিতে একমত হয়েছে।
একইদিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় একটি বিবৃতিতে ইরানের উদ্দেশ্যে আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থার সঙ্গে সার্বিকভাবে সহযোগিতা চালানোর আহবান জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, সদ্য-সমাপ্ত বৈঠকে রাশিয়া ও ইরান রাশিয়ার প্রস্তাব নিয়ে অব্যাহতভাবে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে।
অন্য খবরে প্রকাশ, তাজিকিস্তান সফররত ইরানের শক্তিসম্পদ মন্ত্রী পারভিজ ফাত্তাহ একইদিন বলেছেন, বর্তমানে ইরান ও সংশ্লিষ্ট পক্ষের ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা রাশিয়ায় স্থানান্তরিত করার অধিষ্ঠান প্রায় একই। তিনি বিশ্বাস করেন, এই সমস্যা অবশেষে নিষ্পত্তি হতে পারে।
|