চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া সিয়ুন বলেছেন, চীন ব্রিটেনের সঙ্গে আর্থ-বাণিজ্য, শিক্ষা, শক্তি সম্পদ , টেক -সই উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করা সম্পর্কে সক্রীয় মনোভাব বজায় রেখেছে।
তিনি ২১ ফেব্রুয়ারী পেইচিংয়ে সফররত ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী জন প্রেস্কটের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেছেন, চীন বৈদেশিক উন্নয়ন নীতি অনুসরণ করতে থাকবে এবং সহযোগিতা সম্প্রসারণের প্রক্রিয়া বন্ধ করবে না।
প্রেস্কট বলেছেন, ব্রিটেন ও চীন সুষম সমাজ প্রতিষ্ঠা করা, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন, টেক সই উন্নয়ন ত্বরান্বিত করা এবং ধীশক্তিজাত সম্পদের অধিকার রক্ষা করা ইত্যাদি ক্ষেত্রের প্রচেষ্টা নিয়ে ইতিবাচক মূল্যায়ন করেছে। তিনি আশা করেন, সংশ্লিষ্টরা দু'দেশের কৌশলগত সহযোগিতা ত্বরান্বিত করার ক্ষেত্রে আরো বেশি ভূমিকা পালন করবে।
প্রেস্কট চীনে সাত দিনব্যাপী আনুষ্ঠানিক সফর করার উদ্দেশ্যে ২০ ফেব্রুয়ারী পেইচিংয়ে পৌঁছেছেন।
|