২০ ফেব্রুয়ারী মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইস জাতি সংঘ মহা সচিব কোফি আনান, ইইউর পররাষ্ট্র আর নিরাপত্তা বিষয়ক উচ্চ পদস্থ প্রতিনিধি সোলানা , রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সেরগেই লাভরোভের সঙ্গে টেলিফোন যোগে ফিলিস্তিন প্রভৃতি সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, রাইস উল্লেখিত তিন পক্ষের সঙ্গে ফিলিস্তিনের আর্থিক হালচাল , হামাসের মন্ত্রিসভাগঠন , ফিলিস্তিনীদের কাছে সহায়তার প্রদান ইত্যাদি বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে ফিলিস্তিনের কাছে সাহায্য নিয়ে মধ্য-প্রাচ্য সমস্যার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে নিবিড় পরার্মশ করবে।
আরেকটি খবরে বলা হয়েছে, টেলিফো বৈঠকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সেরগেই সেরগে লাভরোভ বলেছেন, ফিলিস্তিনীদেরমৌলিক স্বার্থের ভিত্তিতে মধ্য-প্রাচ্য সমস্যার সমাধান করা উচিত। রাশিয়া ফিলিস্তিফিলিস্তিণীদের কাছে জরুরী সাহায্য যুগিয়ে দিতে ইচ্ছুক।
একই দিন ইজরাইলের রাষ্ট্রীয় নিরাপত্তা অধি দফতরের মহা পরিচালক য়ুভাল ডিসকিন বলেছেন, হামাস ইজরাইলকে নিমূর্ল করার মতাধিষ্ঠান পরিবর্তন করেনি। হামাসের উত্থান ইজরাইলের প্রতি একটি দীর্ঘকালীণ রণনৈতিক হুমকি হব
|