বসনিয়া-হারজেগোভিনা আর মালয়েশিয়াসহ কতকগুলো দেশে ২০ ফেব্রুয়ারী বার্ডফ্লু প্রকোপ দেখা দিয়েছে ।
২০ ফেব্রুয়ারী বসনিয়া-হারজেগোভিনার রাষ্ট্রীয় পশু চিকিত্সা ব্যুরোর একটি বিবৃতিতে বলা হয়েছে , এই দেশের মধ্যাংশের একটি শহরে বার্ডফ্লুতে আক্রান্ত হওয়ায় এক রোগী সনাক্ত হয়েছে । বর্তমানে বার্ডফ্লু প্রকোপের বিস্তৃতি রোধ করার জন্য বসনিয়া-হারজেগোভিনা সরকার সংশ্লিষ্ট ব্যবস্থা নিয়েছে ।
একই দিন মালয়েশিয়ার কৃষি মন্ত্রী মোহাম্মদ ইয়াসিন বলেছেন , এই দেশের সেলেনগোর রাজ্যের একটি গ্রামে বার্ডফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে । তিনি বলেছেন , বার্ডফ্লু প্রকোপ দেখা দেয়ার পর সরকারের সংশ্লিষ্ট বিভাগ অবিলম্বে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে , যাতে বাডফ্লু প্রকোপের বিস্তৃতি রোধ করা যায় ।
|