নাত্সী জার্মানীর ইতিহাসে ইহুদিদের হত্যাকান্ডের অপরাধ প্রকাশ্যে বহুবার নাকচ করে দেয়ার অভিযোগে ২০ ফেব্রুয়ারী অস্ট্রিয়ার ভিয়েনায় একটি স্থানীয় আদালতে বৃটিশ ঐতিহাসিক ডেভিড ইরভিংকে তিন বছরের কারাদন্ড দেয়া হয়েছে ।
একই দিন আদালতে বিচারকালে তিনি নাত্সীদের হত্যাকান্ডের ইতিহাস নাকচ করার তার ভুল স্বীকার করেছেন ।
জার্মান নাত্সীরা অসভিত্জ শিবিরে ইহুদীদের যে ব্যাপকভাবে হত্যা করেছে , ইরভিং তার গ্রন্থে বহুবার তা অস্বীকার করেছেন । তিনি বলেছেন , হিটলার হত্যাকান্ড সম্বন্ধে কিছুই জানেন নি । তিনি নাত্সীদের হত্যাকান্ডের ঐতিহাসিক সত্যতা নাকচ করেছেন । ১৯৮৯ সালে অস্ট্রিয়ায় বক্তৃতা দেয়ার সময় ইরভিং নাত্সীদের হত্যাকান্ডের অপরাধ যে নাকচ করেছেন , সেজন্য অস্ট্রিয়ার পুলিশ তাকে গ্রেফতার করেছে ।
|