২১ ফেব্রুয়ারী চীনের জাতীয় নিরাপদ উত্পাদন জরুরী মোকাবিলা ত্রাণ পরিচালনা কেন্দ্র পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র পর্যায়ের সুদক্ষ জরুরী মোকাবিলা পরিচালনা কেন্দ্র হিসেবে, এই সংস্থা গুরুত্বপূর্ণ নিরাপদ উত্পাদন ব্যাপারের জরুরী মোকাবিলা ত্রাণ কাজে নির্দেশনা দেবে ও সমন্বয় করবে, যাতে সর্বাধিক মাত্রায় ক্ষতি কমানো যায়।
পরিচলনা কেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তি ওয়াং শুয়ে দে বলেছেন, কেন্দ্রটি যথাশীঘ্র সম্ভব নমনীয়, উচ্চ কার্যকরী নিরাপদ উত্পাদন জরুরী মোকাবিলা তথ্য প্লাটফর্ম প্রতিষ্ঠা করবে, সংশ্লিষ্ট অঞ্চল ও বিভাগকে জরুরী কার্যক্রম তৈরী কাজে নির্দেশনা দেবে। এর সঙ্গে সঙ্গে সকল অঞ্চলকে আঞ্চলিক জরুরী মোকাবিলা ত্রাণ ঘাঁটি প্রতিষ্ঠা করার নির্দেশনা দেবে।
বর্তমানে চীনের খনি, দমকল, পারমাণবিক শিল্প, রেল পথ, বেসামরিক বিমানচলাচল ইত্যাদি ক্ষেত্রে প্রাথমিকভাবে সুদক্ষ জরুরী মোকাবিলা ত্রাণ পরিচালনা সংস্থা ও ত্রাণ দল প্রতিষ্ঠিত হয়েছে। তবু চীনের নিরাপদ উত্পাদনের বাস্তব প্রয়োজনের চেয়ে তা অপ্রতুল।
|