কসোভো ভবিষ্যত অবস্থান সংশ্লিষ্ট প্রথম সরাসরি আলোচনা বৈঠক ২০ ফেব্রুয়ারী ভিয়েনায় অনুষ্ঠিত হয়েছে, বিভিন্ন পক্ষ এক দিনে "নিম্নতর পর্যায়ে কসোভো সরকারের প্রশাসনিক ক্ষমতা বন্টন" নিয়ে আলোচনা করেছে।
সার্বদের বর্ণনা অনুয়ানী, "নিম্নতর পর্যায়ে কসোভো সরকারের প্রশাসনিক ক্ষমতা বন্টন" অর্থ কসোভোয় সার্ব-অধ্যূষিত অঞ্চলে সের্বিদের ব্যাপক স্বায়ত্তশাসনের অধিকারসম্পন্ন জেলা পর্যায়ের সরকার প্রতিষ্ঠা করা। এ ধরনের সরকারের নিজম্ব পুলিশ ও আইনগত অধিকার আছে। নিজম্ব জাতির মনোভাব প্রকাশ করতে পারে, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি বিষয় পরিচালনা করতে পারে।
জাতি সংঘের কসোভোর ভবিষ্যত অবস্থান সংশ্লিষ্ট আলোচনা বিষয়ক বিশেষ উপ দূত আলবর্ট রোহান এবারকার বৈঠক পরিচালনা করেছেন। সার্বিয়া আর কসোভো আলোচনা প্রতিনিধি দল, এবং মার্কিন, ই ইউ ও নেটোর পর্যবেক্ষকরা বৈঠকে যোগ দিয়েছেন।
|