চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও ২০ ফেব্রুয়ারী পেইচিংয়ে সফররত চেক প্রজাতন্ত্রের প্রতিনিধি পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করার সময় বলেছেন, চীন চেকের সঙ্গে মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে নিরন্তরভাবে দু'দেশের মধ্যে অর্থনীতি ও বাণিজ্য, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রের বাস্তব সহযোগিতা সম্প্রসারণ এবং গভীরতর করতে ইচ্ছুক।
উ পাং কুও বলেছেন, চীনের জাতীয় গণ কংগ্রেস চেক প্রজাতন্ত্রেরসংসদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব দেয়, অব্যাহতভাবে দু'দেশের শীর্ষ নেতাদের আসা-যাওয়া এবং যোগাযোগ বজায় রাখবে, আইন প্রণয়ন প্রভৃতি ক্ষেত্রের বিনিময় করবে, চীন ও চেক প্রজাতন্ত্রেরসম্পর্কের উন্নয়নের জন্য নতুন প্রাণশক্তি যোগাবে।
চেক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান লুবোমির জাওরালেক বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা হচ্ছে চেক প্রজাতন্ত্রের বিভিন্ন পার্টির অভিন্ন মত। প্রতিনিধি পরিষদ চীনের জাতীয় গণ কংগ্রেসের সঙ্গের যোগাযোগ গভীর করে দু'দেশের সম্পর্কে নিরন্তরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়।
|