চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২০ ফেব্রুয়ারী পেইচিংয়ে সফররত পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সংগে বৈঠক করেছেন । দুদেশের দুই প্রেসিডেন্ট এই মত প্রকাশ করেছেন যে , তারা দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী উদযাপনের এই সুযোগ কাজে লাগিয়ে দুদেশের কৌশলগত অংশিদারিত্বের সম্পর্ক একটি নতুন ধাপে উন্নীত করা তরান্বিত করবেন ।
হু চিন থাও বলেছেন , চীন শক্তি সম্পদ , যোগাযোগ , কৃষি , বুনিয়াদী ব্যবস্থার নির্মাণকাজ প্রভৃতি ক্ষেত্রে পাকিস্তানের সংগে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক ।
পাকিস্তান-ভারত সম্পর্ক প্রসংগে হু চিন থাও এই আশা প্রকাশ করেছেন যে , দুপক্ষ এই অঞ্চলের শান্তি আর দেশের উন্নয়নের দিক থেকে সংলাপের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন করবে এবং আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে কাশ্মির সমস্যাসহ সকল মতভেদ নিরসন করবে ।
মুশাররফ বলেছেন , পাকিস্তান চীনের সংগে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে আর্থ-বাণিজ্যিক সহযোগিতার মান উন্নত করতে এবং শিক্ষা , সংস্কৃতি, নিরাপত্তা ক্ষেত্রে চীনের সংগে আদান প্রদান ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক ।
|