ভারত ও ফ্রান্স সরকার ২০ ফেব্রুয়ারী নয়াদিল্লীতে প্রতিরক্ষা, মাহশূন্য প্রযুক্তি, শক্তিসম্পদ ও আর্থ-বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে কতকগুলো সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে এবং বেসামরিক পারমাণবিক শক্তিসম্পদ সহযোগিতা বিবৃতি প্রকাশ করেছে।
জানা গেছে, এসব চুক্তি ও বিবৃতি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং একই দিন সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাকের সঙ্গে সাক্ষাত্কারের পর দু'দেশ সরকার স্বাক্ষর ও প্রকাশ করেছে। বেসামরিক পারমাণবিক শক্তিসম্পদ সহযোগিতাসংক্রান্ত বিবৃতিতে দু'পক্ষ অধিকতরভাবে ও শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তিসম্পদ ব্যবহার উন্নয়ন এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও কর্তব্যের ভিত্তিতে দ্বিপাক্ষিক পারমাণবিক শক্তিসম্পদ বিষয়ে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে।
|