চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ২০ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন , চীন সরকার শহর আর গ্রামাঞ্চলের উন্নয়ন সমন্বিত করে বুনিয়াদী ব্যবস্থার নির্মাণকাজ গ্রামাঞ্চলে স্থানান্তরিত করবে এবং সার্বিকভাবে সমাজতান্ত্রিক নতুন গ্রামাঞ্চলের গঠনকাজ ত্বরান্বিত করবে , যাতে চীনের গ্রামাঞ্চলে ব্যাপক পরিবর্তন ঘটে ।
তিনি বলেছেন , চীন সরকার নাগরিকদের আয় বন্টনের কাঠামোর পুনর্গঠন করতে , গ্রামাঞ্চলে অর্থ বরাদ্দের পরিমাণ বাড়াতে এবং গ্রামাঞ্চলেও গণ পরিসেবা জোরদার করতে দৃঢ়প্রতিজ্ঞ । তিনি সংগে সংগে বলেছেন , চীনের শহরের বুনিয়াদী ব্যবস্থার নির্মাণকাজ আর গণ পরিসেবা গ্রামাঞ্চলে স্থানান্তরিত হতে হবে এবং গ্রামাঞ্চলের গঠনকাজ খাতে সমাজের বেশি পুঁজিবিনিয়োগ আকর্ষণ করতে হবে ।
|