১৯৯৯ সালের ২০শে ফেব্রুয়ারী পাক-ভারত শীর্ষ নেতাদের মধ্যে দশম বৈঠক
১৯৯৯ সালের ২০শে ফেব্রুয়ারী, ভারতের সাবেক প্রধান মন্ত্রী অটল বিহারী বাজপায়ী প্রথম আন্তর্দেশীয় বাসে পাকিস্তানের দ্বিতীয় বড় শহর লাহোর পৌছে পাকিস্তানে তার দু দিনব্যাপী অনুষ্ঠানিকসফর শুরু করেন।১০ বছরে এটা হলো ভারতের কোনোপ্রধান মন্ত্রীর প্রথম পাকিস্তান সফর।সফরকালে অটল বিহারী পাকিস্তানেরতত্কালীণ প্রধান মন্ত্রী নওয়াজ শরীফের সংগে কাশ্মির সহ সমস্ত অমীমাংসীত সমস্যা নিয়ে দু বার বৈঠক করেন।দুই প্রধান মন্ত্রী "লাহোর ঘোষণা" স্বাক্ষর করেন।দু পক্ষের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে মতৈক্য হয়। দু পক্ষ মনে করে, পরষ্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার ভিত্তিতে সার্বিক সংলাপ আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।যাতে দ্বিপাক্ষীক আলোচনায় যত তাড়াতাড়ি সম্ভব ইতিবাচক সাফল্য অর্জিত হয়।
|