জাম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী মাদাম সিলভিয়া মাসেবো ১৯ ফেব্রুয়ারী রাজধানী লুসাকায় সংবাদ মাধ্যমকে বলেছেন, জাম্বিয়া চলতি বছরের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস স্মরণ তত্পরতার প্রধান উদ্যোক্তা হবে। এটি হচ্ছে কোনো আফ্রিকান দেশ প্রথমবার এই তত্পরতার প্রধান উদ্যোক্তা হওয়ার ঘটনা এবং এর সঙ্গে সঙ্গে ২০০৬ সালের বিশ্ব স্বাস্থ্য রিপোর্টও একইদিনে ঘোষণা করা হবে।
চলতি বছরের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রসঙ্গ হচ্ছে সার্বিক সহযোগিতার মাধ্যমে সুস্বাস্থ্য ত্বরান্বিত করুন। মাদাম মাসেবো বলেছেন, এই প্রধান বিষয়ের লক্ষ্য হচ্ছে পৃথিবীতে চিকিত্সক -স্বল্পতার সমস্যা তুলে ধরা এবং সমাধানের পথ খুঁজে বের করা।
|