 ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ ১৯ ফেব্রুয়ারী টেলিভিশনে বক্তৃতা দেয়ার সময় বলেছেন , যুক্তরাষ্ট্রের উদ্যোগে ভেনিজুয়েলা বিরোধী আন্তর্জাতিক ফ্রন্ট গঠনের অপচেষ্টা ব্যর্থ হবে ।
একইদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইসের ১৬ ফেব্রুয়ারীর বক্তৃতা মোকাবিলা করার জন্য শাভেজ এই বক্তব্য প্রকাশ করেছেন । তিনি বলেছেন , ভেনিজুয়েলা কিউবা আর ইরানের সংগে সহযোগিতা আরো জোরদার করবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে সব দেশ স্বাধীনতা , মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ইচ্ছুক , সে সব দেশের সংগে ভেনিজুয়েলা সাম্রাজ্যবাদ বিরোধিতার ফ্রন্ট গঠন করতে প্রস্তুত । তিনি বলেছেন , ভেনিজুয়েলার অধিক থেকে অধিকতর বন্ধু আছে । কিন্তু যুক্তরাষ্ট্র নিঃসংগ হয়ে উঠছে ।
১৬ ফেব্রুয়ারী গণতন্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ চালিয়ে কিউবা আর ইরানের সংগে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখায় ভেনিজুয়েলার বিরোধিতা করে রাইস তার বক্তৃতায় ব্রাজিল , স্পেন , চিলি প্রভৃতি দেশের উদ্দেশ্যে যুক্ত ফ্রন্ট গঠন করার আহবান জানিয়েছেন ।
|