চীন সফররত পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ২০ ফেব্রুয়ারী বলেছেন, পাকিস্তান শাংহাই সহযোগিতা সংস্থাকে উচ্চ গুরুত্ব দেয়। পাকিস্তান এই সংস্থার আনুষ্ঠানিক সদস্য হওয়ার আশা প্রকাশ করেছে, যাতে এই সংস্থার কাঠামোতে বিভিন্ন সহযোগিতায় আরো বেশি যোগ দিতে পারে।
তিনি পেইচিংয়ে শাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব চাং তে কুয়াংয়ের সঙ্গে সাক্ষাত্কালে এই কথা বলেছেন। বর্তমানে পাকিস্তান হচ্ছে শাংহাই সহযোগিতা সংস্থার পর্যবেক্ষক দেশ।
চাং তে কুয়াং বলেছেন, পাকিস্তান সন্ত্রাসদমন , দেশের অর্থনীতি, সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরো বলেছেন, শাংহাই সহযোগিতা সংস্থাও পাকিস্তানের সঙ্গে সহযোগিতাকে গুরুত্ব দেয়। পাকিস্তান যে শাংহাই সহযোগিতা সংস্থার আনুষ্ঠানিক সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তা বিভিন্ন সদস্য দেশকে বলবেন তিনি।
|