v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-20 16:04:21    
১৩--২০ ফেব্রুয়ারী, ২০০৬

cri
চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এবং প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও পাকিস্তানে কর্মরত চীনা প্রকৌশলীদের নিরাপত্তার ওপর নিবিড় মনোযোগ দেন। সন্ত্রাসীদের গুলিতে ৩ জন চীনা প্রকৌশলী নিহত হওয়ার খবর পাওয়ার পর ১৫ ফেব্রুয়ারী গভীর রাতে তাঁরা একে একে পাকিস্তানে চীনাদের নিরাপত্তা নিশ্চিত করা সহ সংশ্লিষ্ট বিষয়ে নির্দেশ দিয়েছেন ।

১৫ ফেব্রুয়ারী দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৩ জন চীনা প্রকৌশলী নিহত হবার খবর পেয়ে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পাকিস্তানে চীনা দূতাবাসের প্রতি পাকিস্তান পক্ষকে সশস্ত্র ব্যক্তিদের গ্রেফতার করা , পাকিস্তানে চীনাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই সমস্যা নিষ্পত্তির যাবতীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ১৭ ফেব্রুয়ারী প্রেসিডেন্ট ভবনে পাকিস্তানে চীনা সংবাদদাতাদের দেয়া সাক্ষাত্কারে বলেছেন , দুদেশের বন্ধুত্ব অটুট থাকবে । তা চীনের প্রকৌশলীদের হত্যাকান্ডে কোনো প্রভাবিত হবে না । দুদেশের সকল সহযোগিতা প্রকল্প অব্যাহত থাকবে ।

তিনি বলেছেন , তিনি , পাকিস্তানের সরকার ও জনগণ এই হত্যাকান্ডের জন্য পরিতাপ আর রোষ প্রকাশ করেছেন এবং তীব্রতম ভাষায় এই ধরণের জঘন্য তত্পরতার নিন্দা করেছেন । পাকিস্তান যতোতাড়াতাড়ি সম্ভব আততায়ীদের গ্রেফতার করতে এবং তাদের কঠোরতম শাস্তি দিতে দৃঢ়প্রতিজ্ঞ ।

পাকিস্তানে নিহত তিনজন চীনা প্রকৌশলীর মৃতদেহবাহী একটি বিমান ১৮ ফেব্রুয়ারী ভোরে চীনের আন্ হুই প্রদেশের রাজধানী হোফেই শহরে পৌঁছেছে ।

গত বছর চীনে অধ্যয়নরত বিদেশীদের সংখ্যা ১ লাখ ৪০ হাজার

১৭ ফেব্রুয়ারী চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক ব্যুরোর্র মহা পরিচালক চোও কুও সিং বলেছেন, ২০০৫ সালে ১৯০টি দেশের ১ লাখ ৪০ হাজারাধিক বিদেশী ছাত্র-ছাত্রী চীনে পড়াশুনা করতে এসেছেন। এই সংখ্যা ইতিহাসের সবোর্চ্চ রেকড। তিনি ব্যাখ্যা করে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত গতিতে বিকশিত চীনের শিক্ষা ব্রত অধিক থেকে অধিকতর বিদেশী ছাত্র-ছাত্রীদের আকর্ষণ করছে। তিনি বলেছেন, চীন শিল্প-প্রতিষ্ঠানও সামাজিক সংগঠনগুলোকে চীনে অধ্যয়নরত বিদেশী ছাত্র-ছাত্রীদের বৃত্তিপ্রদানের উত্সাহ দেবে। বিদেশী ছাত্র-ছাত্রীদের পড়াশুনা, বসবাস, পড়ার পাশাপাশি চাকরি করতে আরও সুবিধাজনক ব্যবস্থা যুগিয়ে দেওয়ার জন্যে প্রাসঙ্গিক নীতি প্রণয়ন করা হবে।

জানা গেছে, বতর্মানে চীনে ৫ শতাধিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশী ছাত্র-ছাত্রীদের ভতির্র ব্যবস্থা আছে।

চীনের তৈরী তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন ইউরোপ আর আমেরিকার বাজারে উঠবে

দক্ষিণ চিনের সেন চেন শহরের হুয়া উই কোম্পানি সূত্রে জানা গেছে , এই কোম্পানির তৈরী তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন কিছু দিন পর ইউরোপ আর আমেরিকার বাজারে উঠবে । চীনের তৈরী মোবাইল ফোন এই প্রথম বারের মতো ইউরোপের প্রধান প্রধান বাজারে প্রবেশ করছে ।

বর্তমানে হুয়া উই কোম্পানি বিশ্বের মোবাইল ফোন উত্পাদনকারী অন্যতম বৃহত্তম ভোদাফোন শিল্প গোষ্ঠীর সংগে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন উত্পাদন সম্পর্কিত একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে । পরবর্তী ৫ বছরে হুয়া উই কোম্পানি ভোদাফোন শিল্প গোষ্ঠীর জন্য ভোদাফোন মার্কার তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সরবরাহ করবে । এ থেকে বোঝা যায় , হুয়া উই তৈরী তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন ইউরোপ আর আমেরিকার ২১টি দেশের বাজারে উঠবে । অনুমান করা হচ্ছে , হুয়া উই তৈরী প্রথম ভোদাফোন মার্কার তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন এবছরের সেপ্টেম্বর মাসে বাজারে উঠবে ।

পেইচিংয়ে পুরাকীর্তি সংরক্ষণ খাতে দেড় কোটি ইউয়ান বরাদ্দ হবে

পেইচিং পুরাকীর্তি সংরক্ষণ ব্যুরো সূত্রে জানা গেছে , এবছর পেইচিংয়ে ৩০টি পুরাকীর্তি সংরক্ষণ ইউনিটে দমকল ব্যবস্থার পুনর্গঠন খাতে দেড় থেকে ১ কোটি ৮০ লক্ষ ইউয়ান বরাদ্দ করা হবে , যাতে এই সব ইউনিটে আগুণ ধরার আশংকা দূর হয়ে যায় আর পুরাকীর্তি সংরক্ষণ নিশ্চিত করা যায় ।

তা ছাড়া পেইচিংয়ে মহাপ্রাচীর ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা নিষ্পত্তি করার জন্য এবছর থেকে পুরাকীর্তি বিভাগ মহাপ্রাচীর সংরক্ষণের দায়িত্ব-বন্টন ব্যবস্থা চালু করবে , যাতে মহাপ্রাচীর সংরক্ষণের জন্য যার যার দায়িত্ব নির্ধারণ করা যায় ।

ভারত ও পাকিস্তান ১৭ ফেব্রুয়ারী আরেক বার ঘোষণা করেছে, ইরান-পাকিস্তান-ভারতের মধ্যে প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্পে দেওয়া প্রতিশ্রুতি তারা অনুসরণ করবে এবং এর সঙ্গে সঙ্গে আগামী মাসে প্রাকৃতি গ্যাস পাইপলাইন সমস্যা নিয়ে তিনপক্ষীয় বৈঠক করবে।

ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী মুর্লি দেওরা সফররত পাকিস্তানের তেল ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আমানুল্লাহ খান জাদোনের সঙ্গে একইদিনে নয়া দিল্লীতে বৈঠক করেছেন। দু'পক্ষ বৈঠক শেষে প্রকাশিত একটি যুক্ত বিবৃতিতে এই কথা বলেছে। বিবৃতিতে বলা হয়েছে, তিন পক্ষ আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিন পক্ষের প্রযুক্তি বিষয়ক সম্মেলন অনুষ্ঠান করবে। তারপর ইরানের রাজধানী তেহরানে তিন পক্ষের উচ্চ কর্মকর্তা পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এপ্রিল মাসে তেহরানে তিন দেশের তেল মন্ত্রীরা বৈঠক করবেন।

ভারত এবং পাকিস্তানের মধ্যকার যুদ্ধের কারণে ৪১ বছর ধরে বন্ধ থাকা রেল লাইন ১৮ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে পুনরায় সচল হয়েছে।

ভারতে বার্ড ফ্লু প্রকোপ দেখা দিয়েছে

ভারতের কেন্দ্রীয় সরকারের পশুপালন বিষয়ক বিভাগ ১৮ ফেব্রুয়ারী জানিয়েছে, ভারতে প্রথম বারের মতো বার্ড ফ্লু সংক্রমনের ঘটনা সনাক্ত হয়েছে। এখন পর্যন্ত প্রকোপ অঞ্চলে কোনো মানুষ বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় নি।

  ভারতের এশিয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, ভারতের মধ্য-পশ্চিমাঞ্চলের মহারাষ্ট্র রাজ্যের নান্দুরবার জেলার একটি গ্রামের কৃষিখামারে ৫০ হাজারাধিক মুরগী মারা গেছে। ভারতের মধ্য প্রদেশের রাজধানীর পরীক্ষাগার কিছু মৃত মুরগী পরীক্ষা করার পর প্রমাণ করেছে যে, মুরগীগুলো এইচ ৫ এন ১ বার্ড ফ্লু ভাইরাস আক্রান্ত হয়েছে।

  ভারতের মন্ত্রিসভার সচিবালয় উপরোক্ত প্রকোপ নিয়ে জরুরী অধিবেশন আয়োজন করেছে। ভারতের জাতীয় সংক্রামক রোগ সংস্থাও এক দ্রুত প্রতিক্রিয়া কার্যগ্রুপ গঠন করেছে এবং দু'শতাধিক জন নিয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল প্রকোপ অঞ্চলে পাঠিয়েছে।

১৮ ফেব্রুয়ারী ফিলিপাইনের সামরিক পক্ষের একজন কর্মকর্তা বলেছেন, অনুমান করা যাচ্ছে ১৭ ফেব্রুয়ারী মধ্য ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় লেইট প্রদেশের একটি গ্রামে ব্যাপক কাদার স্রোতে নিহতদের সংখ্যা প্রায় ১ হাজার ৮শ' ছাড়িয়ে যেতে পারে।

জানা গেছে, এই গ্রামের স্থায়ী লোক সংখ্যা প্রায় ২ হাজার। এ পর্যন্ত উদ্ধারকারীরা ৩৩টি মৃতদেহ উদ্ধার করেছে। অন্য ৫৮ জনকে হাসপাতালে পাঠিয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল্ আরোয়ো ফিলিপাইনের সকল বাহিনীর উদ্দেশ্যে যথাসাধ্য ত্রাণকাজ করার নির্দেশ দিয়েছেন। যাতে দুর্গতদেরকে সর্বাধিক মাত্রার সাহায্য করা যায়।

দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ফিলিপাইনকে সমবেদনা জানিয়ে তারবার্তা পাঠিয়েছেন। এতে তিনি ফিলিপাইনের প্রেসিডেন্ট, ফিলিপাইন সরকার, ফিলিপাইনের জনগণ এবং নিহতদের আত্মীয়স্বজনদের উদ্দেশ্যে আন্তরিক সমবেদনা জানান।

তাছাড়া, জাতিসংঘ, আন্তর্জাতিক রেড-ক্রস কমিটি, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান প্রভৃতি সংস্থা ও দেশ ফিলিপাইন সরকারকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছে।

ইরান এল-বারাদেইর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সমস্যা সমাধানের প্রস্তাবের প্রশংসা করেছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি ১৮ ফেব্রুয়ারী তেহরানে বলেছেন, সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিচালক এল-বারাদেই উত্থাপিত ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমিত তত্পরতা পরিচালনা করার প্রস্তাব হচ্ছে সমস্যা সমাধানের পথে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব।

জানা গেছে, একইদিনে মোত্তাকি একটি সম্মেলনে বলেছেন, ইরান সংশ্লিষ্ট পক্ষের কাছে অভ্যন্তরীন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা পরিচালনায় সক্রিয় প্রস্তাব আহ্বান করেছে। তিনি বলেছেন, ইরান একটি সঠিক পদ্ধতি খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে।

অন্য খবরে জানা গেছে, সম্প্রতি এল-বারাদেই বলেছেন, ইরান অভ্যন্তরীন ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমিত তত্পরতা পরিচালনার অনুমোদন না করলে আন্তর্জাতিক সমাজের ইরানের সঙ্গে পারমাণবিক সমস্যা নিয়ে একমত হওয়ার খুবই কঠিন।

হামাস হানিয়েহ ফিলিস্তিন স্বশাসন সরকারের নতুন প্রধানমন্ত্রী মনোনীত করেছে

১৯ ফেব্রুয়ারী হামাস আনুষ্ঠানিকভাবে এই সংস্থার গাজা এলাকার নেতা ইসমাইল হানিয়েহকে ফিলিস্তিন স্বশাসন সরকারের নতুন প্রধানমন্ত্রী মনোনীত করেছে।

জানা গেছে, একই দিন হামাস এস এম এসের মাধ্যমে এই নিযুক্তি সম্পর্ক অবহিত করেছে।

বর্তমানে ৪৬ বছরের হানিয়েহ হামাসের তুলনামূলক মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত। ফিলিস্তিনের আইন অনুযায়ী, আগামী ৫ সপ্তাহে তিনি মন্ত্রিসভা গঠনের কাজ শেষ হবে।

ব্লেয়ারঃ গুয়ান্তানামো মার্কিন জেলখানা বন্ধ করা উচিত

জার্মানী সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ১৭ ফেব্রুয়ারী বার্লিনে বলেছেন, যুক্তরাষ্ট্রেরকিউবার গুয়ান্তানামোয় মার্কিন সামরিক ঘাঁটির জেলখানা বন্ধ করা উচিত।

  জার্মান প্রধানমন্ত্রী অ্যান্জেলা মার্কেলের সঙ্গে যুক্ত সংবাদ সম্মেলনে ব্লেয়ার উপরোক্ত কথা বলেছেন। তখন একজন সংবাদদাতা বৃটেনের উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী পিটার হাইনের যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামোয় মার্কিন সামরিক জেলখানা বন্ধ করা উচিত সংক্রান্ত মন্তব্য নিয়ে ব্লেয়ারের কাছে প্রশ্ন করলে ব্লেয়ার বলেছেন, তিনি বরাবরই মনে করেন, যুক্তরাষ্ট্রেরওই জেলখানা বন্ধ করা উচিত।

  জাতিসংঘের ১৬ ফেব্রুয়ারী প্রকাশিত রিপোর্টে কিউবার গুয়ান্তানামোয় মার্কিন সামরিক ঘাঁটির জেলখানায় বন্দী-নিপীড়নের তীব্র নিন্দা করেছে এবং যুক্তরাষ্ট্রের কাছে শীঘ্রই এই জেলখানা বন্ধ করার দাবি জানিয়েছে। একই দিনে বৃটেনের উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী পিটার হাইন তথ্য মাধ্যমের সাক্ষাত্কার দেয়ার সময় একই মত প্রকাশ করেছেন। তবে মার্কিন পক্ষ স্পষ্টভাবে এই দাবি প্রত্যাখ্যান করেছে।

ইউনেস্কোর ৯টি দেশের শিক্ষামন্ত্রী সম্মেলন সমাপ্ত

দু'দিনব্যাপী ইউনেস্কোর ৯টি জনবহুল উন্নয়নশীল দেশের শিক্ষা মন্ত্রী সম্মেলন ১৫ ফেব্রুয়ারী মেক্সিকোর মোনটেরীতে সমাপ্ত হয়েছে ।

সম্মেলনে প্রকাশিত "মোনটেরী ঘোষণায়" বলা হয়েছে , সম্মেলনে অশংগ্রহণকারী ৯টি দেশ অব্যাহতভাবে সর্বসাধারণের শিক্ষা প্রবর্তনের লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাবে , কার্যকর ব্যবস্থা নিয়ে শিক্ষার মান নিশ্চিত করবে এবং শিক্ষা ক্ষেত্রে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা করবে । ঘোষণায় জাতিসংঘ ও উন্নত দেশগুলোর প্রতি উন্নয়নশীল দেশের শিক্ষা পরিস্থিতির উন্নতি করার জন্য আরো বেশি সাহায্য দেয়ার আহ্বানও জানানো হয়েছে ।

ইউনেস্কোর মহাপরিচালক কোইচিরো মাতসুরা ও বাংলাদেশ , ব্রাজিল , চীন , মিসর , ভারত , ইন্দোনেশিয়া , মেক্সিকো , নাইজেরিয়া এবং পাকিস্তান ইত্যাদি ৯ দেশের শিক্ষা মন্ত্রী সম্মেলনে অংশগ্রহণ করেছেন ।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়: হামাসের রাশিয়া সফর মার্চ মাসে

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ ফেব্রুয়ারী একটি বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস মার্চ মাসে রাশিয়া সফর করবে। দু'পক্ষ এই বিষয় নিয়ে একটি নীতিগত চুক্তির ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে।

একইদিন, হামাসের শীর্ষনেতা খালিল আবু লাইলা বলেছেন, হামাস রাশিয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে এবং এই আমন্ত্রণ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

২৫ জানুয়ারী ফিলিস্তিনের বিধান পরিষদ নির্বাচনে হামাসের জয়লাভের পর মধ্যপ্রাচ্য সমস্যার সংশ্লিষ্ট চার পক্ষ একটি যৌথ বিবৃতিতে হামাসের উদ্দেশ্যে সহিংসতা পরিত্যাগ করা, সশস্ত্র শক্তিকে নিরস্ত্র করা এবং ইসরাইলকে স্বীকার করার দাবি জানিয়েছে। না হলে এ চার পক্ষ ফিলিস্তিনকে অর্থনৈতিক পুনঃবিবেচনা করবে বলে সতর্ক করেছে।