ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানৌছের মোত্তাকি ১৯ ফেব্রুয়ারী তেহরানে বলেছেন, য কিছু শর্ত পূরণ করা হলে ইরান রাশিয়ার আন্তর্জাতিক ইউরেনিয়ম ঘনীভূতকরণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব বিবেচনা করবে।
খবরে প্রকাশ, ২০ ফেব্রুয়ারী ব্রাসেলসে তিনি ই ইউ'র কূটনীতি আর নিরাপত্তা বিষয়ক প্রধান হাভিয়ের সেলোনা এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গে ইরানের পরমাণু সমস্যা নিয়ে বৈঠক করবেন। তিনি বলেছেন,ইরান তার পরমাণু পরিকল্পনা সম্পর্কে ই ইউ'র সব প্রস্তাব বিবেচনা করবে।
অন্য খবরে প্রকাশ, ইরানের একটি প্রতিনিধি দল ২০ ফেব্রুয়ারী মস্কোয় রাশিয়ার সঙ্গে প্রস্তাবিত রাশিয়া ও ইরান যৌথ ইউরেনিয়াম ঘনীভূতকরণ শিল্প-প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আলাপ-পরামর্শ করবে।
|