চীনের আবহাওয়া বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন যে , উত্তর-পূর্ব চীনের ইয়েন পিয়েন অঞ্চলে যে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া ঘটেছে , তা নানা করণে সৃষ্টি হয়েছে ।
১৩ ফেব্রুয়ারী থেকে উত্তর-পূর্ব চীনের চি লিন প্রদেশের কোরিয়ান জাতি স্বায়ত-শাসিত বিভাগে অধিবাসীদের বহুবার কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে । পরিসংখ্যান থেকে জানা গেছে , বিষক্রিয়ায় আক্রান্ত হওয়া রোগীদের সংখ্যা ২৯০ জনেরও বেশী হয়েছে । এ পর্যন্ত ১৬জন মারা গেছেন ।
এই স্বায়ত্ত-শাসিত বিভাগের আবহাওয়া বিভাগের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , শীত্কালে স্থানীয় অধিবাসীরা বেশি কয়লা ব্যবহার করার দরুণ বায়ুমন্ডলে ব্যাপক দূষণ সৃষ্টি হয়েছে । তা ছাড়া সাম্প্রতিক আবহাওয়ার নানা রকম কারণেও এবারকার কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া ঘটেছে ।
|