১৬ ফেব্রুয়ারী গভীর রাতে পূর্ব চীনের ফু চিয়েন প্রদেশের সমুদ্রে পানামার একটি হিমায়িত-পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ায় ত্রাণ- সাহায্য কাজ চালাবার জন্য চীনের সামুদ্রিক উদ্ধার বিভাগ জাহাজ আর হেলিকপ্টার পাঠিয়েছে । ৩১জন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন ।
খবরে প্রকাশ , ১৭ ফেব্রুয়ারী উদ্ধার কর্মীরা বেঁচে থাকা ২জনকে এবং ৪জনের মৃতদেহ উদ্ধার করেছেন । সমুদ্রে প্রবল বাতাস আর খরস্রোতের দরুণ উদ্ধার কর্ম খুব কষ্টে চলছে ।
পানামার এই জাহাজের নাবিকরা সবই চীনা । জাহাজটি ডুবে যাওয়ার সময় মোট ৩৭জন নাবিক ছিলেন ।
|