ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি ১৮ ফেব্রুয়ারী তেহরানে বলেছেন, সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিচালক এল-বারাদেই উত্থাপিত ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমিত তত্পরতা পরিচালনা করার প্রস্তাব হচ্ছে সমস্যা সমাধানের পথে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব।
জানা গেছে, একইদিনে মোত্তাকি একটি সম্মেলনে বলেছেন, ইরান সংশ্লিষ্ট পক্ষের কাছে অভ্যন্তরীন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা পরিচালনায় সক্রিয় প্রস্তাব আহ্বান করেছে। তিনি বলেছেন, ইরান একটি সঠিক পদ্ধতি খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে।
অন্য খবরে জানা গেছে, সম্প্রতি এল-বারাদেই বলেছেন, ইরান অভ্যন্তরীন ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমিত তত্পরতা পরিচালনার অনুমোদন না করলে আন্তর্জাতিক সমাজের ইরানের সঙ্গে পারমাণবিক সমস্যা নিয়ে একমত হওয়ার খুবই কঠিন।
|