ভারতের কেন্দ্রীয় সরকারের পশুপালন বিষয়ক বিভাগ ১৮ ফেব্রুয়ারী জানিয়েছে, ভারতে প্রথম বারের মতো বার্ড ফ্লু সংক্রমনের ঘটনা সনাক্ত হয়েছে। এখন পর্যন্ত প্রকোপ অঞ্চলে কোনো মানুষ বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় নি।
ভারতের এশিয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, ভারতের মধ্য-পশ্চিমাঞ্চলের মহারাষ্ট্র রাজ্যের নান্দুরবার জেলার একটি গ্রামের কৃষিখামারে ৫০ হাজারাধিক মুরগী মারা গেছে। ভারতের মধ্য প্রদেশের রাজধানীর পরীক্ষাগার কিছু মৃত মুরগী পরীক্ষা করার পর প্রমাণ করেছে যে, মুরগীগুলো এইচ ৫ এন ১ বার্ড ফ্লু ভাইরাস আক্রান্ত হয়েছে।
ভারতের মন্ত্রিসভার সচিবালয় উপরোক্ত প্রকোপ নিয়ে জরুরী অধিবেশন আয়োজন করেছে। ভারতের জাতীয় সংক্রামক রোগ সংস্থাও এক দ্রুত প্রতিক্রিয়া কার্যগ্রুপ গঠন করেছে এবং দু'শতাধিক জন নিয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল প্রকোপ অঞ্চলে পাঠিয়েছে।
|