রাশিয়ার প্রেসিডেন্টের সন্ত্রাসদমন বিষয়ক প্রতিনিধি আনাতলি সাফোনোভ ১৮ ফেব্রুয়ারী মস্কোয় বলেছেন, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন ---হামাস ফিলিস্তিনের নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাকে আন্তর্জাতিক সমাজে নিঃসঙ্গ করার তত্পরতা সঠিক নয়।
তিনি মনে করেন, ফিলিস্তিনের নতুন সরকারকে বিশেষ পরিস্থিতিতে নিজেকে প্রকাশ করার একটি সুযোগ দেয়া উচিত। বিভিন্ন পক্ষ সংলাপের মাধ্যমে অনুকূল পথ খুঁজে বের করবে।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ৯ ফেব্রুয়ারী স্পেন সফরকালে বলেছেন, রাশিয়া সরকার হামাসকে কখনো সন্ত্রাসী সংস্থা হিসেবে দেখেনি। রাশিয়া পক্ষ হামাসের সঙ্গে যোগাযোগ চালাতে থাকবে।
|