চীনস্থ ক্যানাডার রাষ্ট্রদূত রবার্ট রাইট ১৭ ফেব্রুয়ারী শাংহাইয়ে সংবাদদাতাদের সাক্ষাত্কার দেয়ার সময়ে বলেছেন, বর্তমানে ক্যানাডা ও চীনের দ্রুত বর্ধনশীল দ্বিপাক্ষিক বাণিজ্যিক মূল্যের তুলনায় দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ খুবই কম। তাই পুঁজি বিনিয়োগ যথাশীঘ্র বাড়ানো দরকার।
তিনি বলেছেন, ক্যানাডার কোম্পানির পুঁজি বিনিয়োগের ক্ষেত্র বাছাই করার সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পছন্দ। চীনের কোম্পানির সঙ্গে সহযোগিতার পথ সবেমাত্র শুরু হয়েছে। তিনি বলেছেন, ক্যানাডা ও চীনের অর্থনীতি পরস্পরের খুবই ভালো পরিপূরক । পরবর্তীতে দু'দেশের পুঁজি বিনিয়োগ আরো উন্নত করবে।
মার্কিন যুক্তরাষ্ট্র ক্যানাডার প্রথম বাণিজ্য অংশীদার এবং চীন দ্বিতীয়। গত বছরে চীন ও ক্যানাডার দ্বিপাক্ষিক বাণিজ্যিক মূল্য ২৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে চীনে ক্যানাডার বাস্তব পুঁজি বিনিয়োগ মূল্য ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার, ক্যানাডায় চীনের পুঁজি বিনিয়োগের মূল্য শুধু ৫০ কোটি মার্কিন ডলার।
|