ইউরোপীয় ইউনিয়নের কিছু পত্রিকা "ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদকে কলঙ্কিত করার ব্যঙ্গচিত্র" মুসলিম বিশ্বের তীব্র প্রতিক্রিয়ার বিষয়ে সম্প্রতি চীনের ইসলাম ধর্ম সমিতির চেয়ারম্যান ছেন কুয়াং ইউয়ান ইমাম বলেছেন, বিভিন্ন ধর্ম ও সভ্যতার মধ্যে পারস্পরিক সম্মানের রীতি থাকা উচিত।
তিনি বলেছেন, মোহাম্মদ মুসলমানের মনে বিপুল মহতী অবস্থানে রয়েছেন। চীনের ইসলাম ধর্ম সমিতির এই দায়িত্বশীল ব্যক্তি ৯ ফেব্রুয়ারী সংশ্লিষ্ট তথ্য মাধ্যমের সঙ্গে কথাবার্তার সময় চীনের মুসলমানদের প্রতিনিধি হিসাবে এ ব্যাপারটি নিন্দা করেছেন।
তিনি আবার জোর দিয়ে বলেন, ইসলাম ধর্ম হচ্ছে শান্তি ও ক্ষমাপূর্ণ ধর্ম। চীনের মুসলমানরা মোহাম্মদের এই শিক্ষাকে মেনে চলেন।
|