 ভারত এবং পাকিস্তানের মধ্যকার যুদ্ধের কারণে ৪১ বছর ধরে বন্ধ থাকা রেল লাইন ১৮ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে পুনরায় সচল হয়েছে।
এই রেল লাইন পাকিস্তানের সিন্ধু প্রদেশের খোখরাপার আর ভারতের রাজস্তান রাজ্যের মুনাবাওয়ের মধ্যে। ১৮ ফেব্রুয়ারী দুপুর ২টায় খোখরাপার থেকে রওনা হওয়া ৩২০ জন পাকিস্তানী যাত্রী, থার নামে রেল গাড়ি করে ভারতের মুনাবাও পৌঁছেছেন। তারপর প্রায় ২৭০ জন ভারতীয় যাত্রী একই রেলগাড়ি করে পাকিস্তানে গিয়েছেন।
উল্লেখ্য যে, খোখরাপার আর মুনাবাওয়ের মধ্যকার রেল লাইন ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায়। এই বছরের জানুয়ারী মাসে দু'দেশ চুক্তি স্বাক্ষর করে এই রেল লাইন পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নেয়।
|