পূর্ব চীনের ফুচিয়েন প্রদেশের সমুদ্রে ডুবে যাওয়া পানামার একটি জাহাজের নাবিকদের উদ্ধার কাজ পুরোদমে চলছে ।
১৬ ফেব্রুয়ারী ২৩টায় পানামার একটি হিমায়িত-পণ্যবাহী জাহাজ ইন্দোনেশিয়ার দিকে যাওয়ার পথে চীনের ফুচিয়েন প্রদেশের সমুদ্রে ৩৭জন নাবিকসহ ডুবে যায় ।
বর্তমানে চীন পক্ষের উদ্ধার কর্মীরা উদ্ধারের আওতা বাড়িয়েছেন । মোট ৪টি হেলিকপ্টার আর ২৫টি জাহাজ এই উদ্ধার কর্ম চালাচ্ছে ।
সূত্রে জানা গেছে , ৩৭জন নাবিকের মধ্যে ২জন উদ্ধার পেয়েছেন । উদ্ধার কর্মীরা ২জন নাবিকের মৃতদেহও উদ্ধার করেছেন ।
|