জার্মানী সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ১৭ ফেব্রুয়ারী বার্লিনে বলেছেন, যুক্তরাষ্ট্রেরকিউবার গুয়ান্তানামোয় মার্কিন সামরিক ঘাঁটির জেলখানা বন্ধ করা উচিত।
জার্মান প্রধানমন্ত্রী অ্যান্জেলা মার্কেলের সঙ্গে যুক্ত সংবাদ সম্মেলনে ব্লেয়ার উপরোক্ত কথা বলেছেন। তখন একজন সংবাদদাতা বৃটেনের উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী পিটার হাইনের যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামোয় মার্কিন সামরিক জেলখানা বন্ধ করা উচিত সংক্রান্ত মন্তব্য নিয়ে ব্লেয়ারের কাছে প্রশ্ন করলে ব্লেয়ার বলেছেন, তিনি বরাবরই মনে করেন, যুক্তরাষ্ট্রেরওই জেলখানা বন্ধ করা উচিত।
জাতিসংঘের ১৬ ফেব্রুয়ারী প্রকাশিত রিপোর্টে কিউবার গুয়ান্তানামোয় মার্কিন সামরিক ঘাঁটির জেলখানায় বন্দী-নিপীড়নের তীব্র নিন্দা করেছে এবং যুক্তরাষ্ট্রের কাছে শীঘ্রই এই জেলখানা বন্ধ করার দাবি জানিয়েছে। একই দিনে বৃটেনের উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী পিটার হাইন তথ্য মাধ্যমের সাক্ষাত্কার দেয়ার সময় একই মত প্রকাশ করেছেন। তবে মার্কিন পক্ষ স্পষ্টভাবে এই দাবি প্রত্যাখ্যান করেছে।
|