ইস্রাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক রেগেভ ১৭ ফেব্রুয়ারী বলেছেন, ইস্রাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সিদ্ধান্ত নিয়েছেন যে, ফিলিস্তিনের নতুন বিধান পরিষদ শপথ গ্রহণের পর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অধিষ্ঠান বিবেচনা করার পর ফিলিস্তিনের উপর নতুন কড়াকড়ি ব্যবস্থা আরোপ করা হবে কিনা তার সিদ্ধান্ত নেয়া হবে।
ফিলিস্তিনের নতুন বিধান পরিষদ শপথ গ্রহণ অনুষ্ঠান ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হওয়ার কথা। সেই সময় ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী এবং বিধান পরিষদের চেয়ারম্যান মনোনীত হবে।
ইস্রাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ১৭ ফেব্রুয়ারী প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের প্রধান প্রধান কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে গাজা অঞ্চলে হামাসের বিধান পরিষদের সদস্যদের রামাল্লায় অনুষ্ঠিতব্য ফিলিস্তিনের নতুন বিধান পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাখিল করা ফিলিস্তিনীদের ওপর কড়াকড়ি আরোপের নতুন ব্যবস্থা অনুমোদন দিয়েছে।
|