১৮ ফেব্রুয়ারী ফিলিপাইনের সামরিক পক্ষের একজন কর্মকর্তা বলেছেন, অনুমান করা যাচ্ছে ১৭ ফেব্রুয়ারী মধ্য ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় লেইট প্রদেশের একটি গ্রামে ব্যাপক কাদার স্রোতে নিহতদের সংখ্যা প্রায় ১ হাজার ৮শ' ছাড়িয়ে যেতে পারে।
জানা গেছে, এই গ্রামের স্থায়ী লোক সংখ্যা প্রায় ২ হাজার। এ পর্যন্ত উদ্ধারকারীরা ৩৩টি মৃতদেহ উদ্ধার করেছে। অন্য ৫৮ জনকে হাসপাতালে পাঠিয়েছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল্ আরোয়ো ফিলিপাইনের সকল বাহিনীর উদ্দেশ্যে যথাসাধ্য ত্রাণকাজ করার নির্দেশ দিয়েছেন। যাতে দুর্গতদেরকে সর্বাধিক মাত্রার সাহায্য করা যায়।
দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ফিলিপাইনকে সমবেদনা জানিয়ে তারবার্তা পাঠিয়েছেন। এতে তিনি ফিলিপাইনের প্রেসিডেন্ট, ফিলিপাইন সরকার, ফিলিপাইনের জনগণ এবং নিহতদের আত্মীয়স্বজনদের উদ্দেশ্যে আন্তরিক সমবেদনা জানান।
তাছাড়া, জাতিসংঘ, আন্তর্জাতিক রেড-ক্রস কমিটি, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান প্রভৃতি সংস্থা ও দেশ ফিলিপাইন সরকারকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছে।
|