পানামার একটি হিমায়িত পন্যবাহী জাহাজ ১৬ ফেব্রুয়ারী রাতে চীনের ফুচিয়েন সমু্দ্র অঞ্চলে প্রবাল প্রাচীরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে। এই খবর পাওয়া পর্যন্ত ৩৭ জন নাবিকের মধ্যে শুধু ৪ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা ২ জন নাবিকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছেন।
১৬ ফেব্রুয়ারী রাত ১১টায় এই জাহাজ প্রবাল প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। তখন সমুদ্র উত্তাল ছিল। চীনের সংশ্লিষ্ট বিভাগ অচিরেই সামুদ্রিক জরুরী ত্রাণ তত্পরতা শুরু করেছে। পেশাদার উদ্ধারকারী জাহাজ অবিলম্বে এই জলসীমার কাছাকাছি গিয়ে ত্রাণ তত্পরতা শুরু করেছে। তা ছাড়া, হেলিকপটার এবং নৌবাহিনীর ও আঞ্চলিক জাহাজও ত্রাণ কাজে অংশ নিয়েছে।
এখবর পাওয়ার সময় পর্যন্ত ত্রাণ কাজ অব্যাহত ছিল।
|